চ্যাম্পিয়নশিপ লিগফকিরেরপুলের কাছে বিধ্বস্ত এলিট একাডেমি

চ্যাম্পিয়নশিপ লিগে ফকিরেরপুল ইয়ংমেন্সের কাছে বিধ্বস্ত হয়েছে বাফুফের এলিট একাডেমি। বৃহষ্পতিবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ৬-০ গোলে জয় পেয়েছে।
খেলার ফল দেখেই বোঝা যাচ্ছেন ফকিরেরপুলের সামনে দাঁড়াতেই পারেনি ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে প্রশিক্ষণাধীন এলিট একাডেমী। ম্যাচে ডালিম বর্মন হ্যাটট্রিকসহ চারটি গোল করেন। অন্য দুই গোল করেন রাফায়েল টুডি।
দলের হার সম্পর্কে এলিট একাডেমির ম্যানেজার জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় খন্দকার রকিবুল ইসলাম বলেন, গত কয়েকটি ম্যাচের মধ্যে এ ম্যাচটি ছেলেরা খারাপ খেলেছে। বেশ কয়েকটি গোলের সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। তাছাড়া ম্যাচে তৃতীয় গোলরক্ষক খেলেছে।
পয়েন্ট টেবিলে অবশ্য এলিট একাডেমি ভালো অবস্থানে রয়েছে। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। শীর্ষে থাকা দল পিডব্লিউডির পয়েন্ট ১৭। ১৩ পয়েন্ট নিয়ে ফকিরেরপুল তৃতীয় স্থানে। লিগের শীর্ষ দুই দল প্রিমিয়ার লিগে উঠবে। তবে এ সুযোগ পাবে না বাফুফের এলিট একাডেমি। তার ভালো করলেও যেমন উপরের স্তরের লিগে উঠবে না তেমনি খারাপ করলে নিচেও নামবে না।