শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

উয়েফা ওমেন চ্যাম্পিয়ন্স লিগ

সেমিতে বার্সেলোনা-চেলসি মুখোমুখি
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ফুটবল শেষ হওয়ার পর পুরুষ ফুটবলাররা ক্লাব ফুটবলে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। সে কারণে এ সময়ে পুরুষদের কোনো খেলা নেই। এ ফাঁকে ক্লাব ফুটবল মাতিয়ে চলেছে মেয়েরা। বৃহষ্পতিবার রাতে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে বার্সেলোনা। সেমিতে তাদের প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি।

বৃহষ্পতিবার নিজেদের মাঠের খেলায় ৩-১ গোলে বার্সেলোনা হারিয়েছে ব্রান ওমেনকে। প্রথম লেগের খেলায় ২-১ গোলে জয় পাওয়ায় ৫-২ গোল গড়ে বার্সেলোনা সেমিফাইনালে পৌঁছেছে।

গত মৌসুমেও টুর্নামেন্টের সেমিফাইনালে বার্সেলোনা ও চেলসি মুখোমুখি হয়েছিল। চেলসিকে ২-১ গোল হারিয়ে বার্সেলোনা ফাইনালে উঠেছিল। এবার প্রথম লেগের খেলা ২০ এপ্রিল মাঠে গড়াবে। এ ম্যাচের স্বাগতিক বার্সেলোনা। ফিরতে ম্যাচ ২৭ এপ্রিল।

২০২০-২১ মৌসুমেও বার্সেলোনা ও চেলসি মুখোমুখি হয়েছিল। সেটা ছিল ফাইনাল ম্যাচ। বার্সেলোনা ৪-০ গোলের জয় নিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছিল।

এদিকে প্যারিস সেন্ত জার্মেইও সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। তারা ৫-১ গোল গড়ে হারিয়েছে সুইডেনের বিকে হ্যাকেনকে। সেমিফাইনালে পিএসজি মুখোমুখি হবে লিও’র। তারা বেনফিকাকে ৬-০ গোল গড়ে হারায়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর