শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

বড় জয় মোহামেডানের
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আজ থেকে আবার শুরু হয়েছে ঘরোয়া ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে তারা ৪-০ গোলে হারিয়েছে ফর্টিজ এফসিকে।

ম্যাচের শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য নিয়ে খেলেছে মোহামেডান। তবে প্রথম গোল পেতে তাদের যথেষ্ঠ কাঠখড় পোড়াতে হয়েছে। ৪১ মিনিটে তারা প্রথম গোলের দেখা পায়। উজবেক ফরোয়ার্ড মোজাফফারভের গোলে এগিয়ে যায় মোহামেডান। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুন করে মোহামেডান। পেনাল্টি থেকে গোলটি করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ৫২ মিনিটে জাফর ইকবাল ব্যবধান ৩-০ করে। আর ৫৯ মিনিটে চতুর্থ গোল পায় মোহামেডান। এ গোলটি করেন শাহরিয়ার ইমন।

এই জয়ে ১০ ম্যাচে ২০ পয়েন্ট মোহামেডানের। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।

এদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হজ মনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। রাসেলের হয়ে গিনির ফরোয়াড সেকু সিল্লা ও শেখ জামালের হয়ে উজবেকিস্তানের খোলমাতভ গোল করেন।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ লে. মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারায় পুলিশ ফুটবল ক্লাব। জয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন আল আমিন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর