বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

মিয়ামি ওপেন

মেদভেদেভকে উড়িয়ে ফাইনালে সিনার
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ৩০ মার্চ, ২০২৪

মিয়ামি ওপেন টেনিসের ফাইনালে পৌঁছেছেন জানিক সিনার । বর্তমান চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। মাত্র ৬৯ মিনিটে ৬-১ ও ৬-২ পয়েন্ট ম্যাচ জিতে নেন সিনার।

স্কোর দেখেই বোঝা যাচ্ছে সিনারের সামনে মেদভেদেভ কতটা অসহায় ছিলেন। মেদভেদেভকে তিনি দাঁড়াতেই দেননি। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও সিনারের কাছে হেরেছিলেন মেদভেদেভ। তবে সে ম্যাচে এতটা অসহায় ছিলেন না রাশান তারকা। সে ম্যাচ পাঁচ সেট পর্যন্ত গড়িয়েছিল।

বিশ্ব র্যাংকিংয়ে চার নম্বরে থাকা মেদভেদেভ এই সিনারকে হারিয়ে গত বছর মিয়ামি ওপেনের শিরোপা জয় করেছিলেন। তারই প্রতিশোধ নিলেন সিনার। এ মৌসুমে দারুণ খেলছেন সিনার। এ মৌসুমে এ পর্যন্ত একটা মাত্র ম্যাচ হেরেছেন তিনি। দুই সপ্তা আগে ইন্ডিয়ান ওয়েলসে আলকারাজের কাছে হেরেছিলেন।

ফাইনালে সিনার অপর সেমিফাইনালে জয়ী গ্রিগর দিমিত্রভ বা আলেক্সান্ডার জেরেভের মুখোমুখি হবেন। এ টুর্নামেন্টে শিরোপা জিততে পারলে সিনার র্যাংকিংয়ের তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে আসবেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর