শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

আইপিএল

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ৩০ মার্চ, ২০২৪

টি-২০ ক্যারিয়ারে পাঁচশতম ম্যাচটি দারুণভাবে রাঙালেন সুনিল নারিন। বল হাতে এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ঝড় তুলেছেন। তার প্রায় হাফ সেঞ্চুরি ছোঁয়া ইনিংসের সামনে ম্লান হয়ে গেছে বিরাট কোহলির প্রায় সেঞ্চুরি ছোঁয়া ইনিংসটি। আর তাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৬ উইকেট হারিয়ে বেঙ্গালুর করা ১৮২ রানের জবাবে কলকাতা ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

আগে ব্যাট হতে শুরুতেই অধিনায়ক ফাফ ডু প্লেসিসের উইকেট হারালেও বেঙ্গালুর ব্যাটিংটা ছিল দুর্দান্ত। বিশেষ করে বিরাট কোহলি দারুণ ঝড় তুলেছিলেন। ৫৯ বলে ৮৩ রানে অপরাজিত থেকেছেন তিনি। চারটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। ক্যামেরন গ্রিনের ৩৩, গ্লেন ম্যাক্সওয়েলের ২৮ ও দিনেশ কার্তিকের ২০ রানের সুবাদে তারা স্কোরবোর্ডে ১৮২ রান জমা করে।

কলকাতার হারশিত রানা ও আন্দ্রে রাসেল দুটো করে উইকেট নেন।

জবাবে জয়ের জন্য কলকাতাকে কখনোই দুঃশ্চিন্তায় পড়তে হয়নি। ফিল সল্ট ও সুনিল নারিন দলকে উড়ন্ত সূচনা এনে দেন। ৮৬ রানের পার্টনারশিপ তাদের। মাত্র ৬.৩ ওভারে এই রান জড়ো করেন তারা। নারিন ২২ বলে ৪৭ রান। পাঁচটি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে। এছাড়া ভেঙ্কটেশ আইয়ারের ৫০ ও শ্রেয়াস আইয়ারের ৩৯ রান নিয়ে কলকাতা সহজ জয় তুলে নেয়। সুনিল নারিন হন ম্যাচ সেরা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর