ফিরেই হ্যাটট্রিক করলেন রোনালদো

ঘরের ছেলে ঘরে ফিরেই গোল উৎসবে মেতেছেন! সুইডেনের কাছে প্রীতি ম্যাচে কিছুই করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি দলকে হার থেকে রক্ষা করতে পারেননি। কিন্তু সৌদি প্রো লিগে ফিরেই হ্যাটট্রিক করেছেন আল নাসরের এই ফরোয়ার্ড। তার হ্যাটট্রিকের সুবাদে শনিবার আই তাজকে ৫-১ গোলে হারিয়েছে আল নাসর।
মাঠে শুরু থেকেই ছিলেন রোনালদো, তবে গোল উৎসব করেছেন দ্বিতীয়ার্ধে। ৬৪, ৬৭ ও ৮৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন তিনি। এর আগে প্রথমার্ধেই আল নাসর দুই গোল পেয়েছিলভ। ওতাভিও ও আব্দুল রহমান গারিব করেছিলেন গোল দুটো।
এ ম্যাচের হ্যাটট্রিক নিয়ে ২৬ গোল নিয়ে গোলদাতার তালিকায় নেতৃত্ব দিচ্ছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী রোনালদো। এ সময়ে তিনি ৯টি গোলে সহায়তাও করেছেন। সব মিলিয়ে সৌদি প্রো লিগের ইতিহাসে গোল ও গোলে সহায়তার হিসেবে রোনালদো এখন দ্বিতীয় স্থানে রয়েছেন। সবার উপরে আব্দের রাজ্জাক হামাদাল্লাহ। ২০১৮-১৯ মৌসুমে তিনি গোল ও গোলের রূপকার হিসেবে আল নাসরকে ৪৩বার দলকে সহায়তা করেছিলেন।
রোনালদোর এমন বিস্ফোরক পারফরম্যান্স সত্ত্বেও লিগে আল নাসরের অবস্থা সন্তোষজনক নয়। লিগ শিরোপা জয়ের সম্ভাবনা কম বললেই চলে। কেননা খেলা আর মাত্র ৯ রাউন্ড বাকি। এরই মধ্যে আল হিলাল তাদের থেকে ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে। একই রাতে আল হিলাল পিছিয়ে পড়েও ৪-৩ গোলে হারায় আল শাবাবকে।