মেজর সকার লিগসুয়ারেজের গোল সত্ত্বেও মেসিহীন মায়ামি আবার পয়েন্ট হারালো

ইনজুরির কারণে লিওনেল মেসি এখনো মাঠে ফেরেননি। ফলে ইন্টার মায়ামির অবস্থা যাচ্ছেতাই। আজ ভোরে মেজর সকার লিগে নিউইয়র্ক সিটি এফসি’র বিপক্ষে লুইস সুয়ারেজ গোল করেছেন। তারপরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মায়ামি। এগিয়ে যাওয়ার পর ১-১ গোলে ড্র করেছে দলটি।
দলের পয়েন্ট হারানোর জন্য সুয়ারেজ নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। একাধিকবার তিনি গোলের সহজ সুযোগ পেয়েছেন, কিন্তু কাজের কাজটি করতে পারেননি। ৫৬তম মিনিটে ইহোর্দি আলবার সঙ্গে বল দেওয়া নেওয়া করে দারুণ সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু তার বাঁ পায়ের নেওয়া শট নিউ ইয়র্ক গোলরক্ষক ফ্রিসি রুখে দেন।
৬৬ মিনিটে গ্রেসেলের ক্রস থেকে ফাঁকায় বল পেয়েছিলেন সুয়ারেজ। তার নেওয়া শক্তিশালী শটের বিপক্ষেও এবার দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক ফ্রিসি। একই ঘটনা ৮০তম মিনিটে। মার্সেলো উইগান্টের সঙ্গে বল দেওয়া নেওয়া করে সহজ এক সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু ফ্রিসি ডাইভ দিয়ে সুয়ারেজকে হতাশায় ডোবান।
এ সময়ে নিউইয়র্ক সিটি যে চুপচাপ বসেছিল তা নয়। তারাও একাধিকবার গোলের সুযোগ পেয়েছে। কিন্তু গোলের দেখা তারাও পায়নি। ফলে ইন্টার মায়ামি হারের হাত থেকে রেহাই পায়।
ইনজুরির কারণে গত ১৩ মার্চের পর মেসি আর মায়ামির হয়ে মাঠে নামেননি। ওই ম্যাচে মায়ামি ৩-১ গোলে নাশভিলের বিপক্ষে জয় পেয়েছিল। মায়ামি আশা করছে আগামী বুধবারের ম্যাচে মেসিকে পাওয়া যাবে। ওইদিন মায়ামি চ্যাম্পিয়ন্স কাপে মন্তেরের বিপক্ষে খেলবে।