শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

নারী ক্রিকেট

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ৩১ মার্চ, ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের সব কটিতেই সফরকারীরা বাংলাদেশকে উড়িয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছে। আজ সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ। আজ থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হবে প্রথম টি-২০ লড়াই।

অস্ট্রেলিয়া বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ব্যতিক্রম উদাহরণ তৈরি করতে পারেনি কেউ। সবাই ছিলেন ব্যর্থতার তালিকায়। তিন ম্যাচের একটিতে বাংলাদেশের দলীয় সংগ্রহ তিন অঙ্কে পৌঁছাতে পারেনি। বল হাতেও একই অবস্থা। শুধু মাত্র প্রথম ওয়ানডেতে বোলাররা কিছুটা সাফল্য পেয়েছিলেন।

চলতি বছর ঘরের মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের মেয়েদের সামনে তাই এই সিরিজে থাকছে বাড়তি কিছু চ্যালেঞ্জ। নিজেদের ব্যাটিং ইউনিটকে বিশ্বমানের বোলিংয়ের সামনে ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে।

সর্বশেষ ওয়ানডে দলে তাকা তিন ক্রিকেটার ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস ও নিশিতা আকতার নিশিকে এই সিরিজে দলে রাখা হয়নি। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও দিলারা আক্তার দোলা।

ম্যাচের আগের দিন শনিবার এক সংবাদ সম্মেলনে অসি অধিনায়ক অ্যালিসা হিলি বলেন, সামনে বিশ্বকাপ। কন্ডিশন হয়তো আমাদের সহায়তা করবে না, তবে আমাদের লম্বা ব্যাটিং লাইন আপ রয়েছে। আশা করছি নিজেদের খেলাটা খেলতে পারবো।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর