আইপিএলে গতির রেকর্ড মায়াঙ্কের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শনিবার রাতে গতির ঝড় দেখেছে ক্রিকেট প্রেমীরা। পাঞ্জাব কিংসের বিপক্ষে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের মায়াঙ্ক যাদব বল হাতে এই ঝড় তুলেছিলেন। তার ঝড়ের ওপর ভর করে মৌসুমের প্রথম জয়ের মুখ দেখেছে লক্ষ্মৌ সুপার। আর মায়াঙ্ক যাদব ক্যারিয়ারের প্রথম আইপিএল খেলতে নেমে গতি দিয়ে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন।
শুরুতে ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ করেছিল লক্ষ্মৌ সুপার। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রানে গুটিয়ে যায় পাঞ্জাব কিংস।
২১ বছর বয়সী মায়াঙ্ক গতকালই আইপিএলের প্রথম ম্যাচ খেলেন। গতবছরও লক্ষ্মৌ সুপারে ছিলেন তিনি। কিন্তু ইনজুরির কারণে কোনো ম্যাচ খেলা হয়নি। এবার প্রথম সুযোগই গতির ঝড়ে প্রতিপক্ষ ব্যাটারদের ভড়কে দিয়েছেন। গড়েছেন এবারের আসরের সবচেয়ে গতিমায় বলের রেকর্ড।
দশম ওভারে প্রথমবার বল করার সুযোগ পান মায়াঙ্ক। প্রথম দুই বলের গতি কম থাকলেও তৃতীয় বলটি তিনি ১৫০ কিলোমিটার গতিতে করেন। পরের ওভারে আরো ভয়ঙ্কর রূপ নেন তিনি। ধাওয়ানকে করা প্রথম বলটি করেন ১৫৫.৮ কিলোমিটার গতিতে। এবারের আইপিএলে এটি সর্বোচ্চ গতির বল। ওই ওভারেই বেয়ারস্টোর উইকেট তুলে নেন তিনি। তৃতীয় ওভারে ক্যাচ দিতে বাধ্য করেন প্রভসিমরানকে। শেষ ওভারে জিতেন শর্মাকেও ক্যাচ দিতে বাধ্য করেন।