নারী ফুটবল লিগজাতীয় দলের ১৫ ফুটবলার নিয়ে নাসরিনের চমক

নারী ফুটবলে শুরু থেকেই সাধারণ মানের দল গড়ে আসছে নাসরিন স্পোর্টিং একাডেমী। তবে এবার দারুণ চমক দেখিয়েছে একাডেমীটি। সিনিয়র ১৫ ফুটবলার নিয়ে দল গড়েছে তারা।
ক্রীড়াঙ্গনের তৃণমূলে নারী সংগঠন হিসেবে পরিচিত নাসরিন আক্তার বেবী। এবার তিনি সাবিনা, সানজিদা, কৃষ্ণাদের নিয়ে চ্যাম্পিয়ন দল গড়ে সবাইকে চমকে দিয়েছেন। জাতীয় দলের ১৫ ফুটবলার নিয়ে দল গড়তে অনেক অর্থের প্রয়োজন। তবে আকষ্মিক সেই অর্থের যোগানের বিষয়ে তিনি খোলাসা করেননি। তবে তিনি বলেন, ’আসলে আন্তরিকতাই বড় বিষয়। আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি, মেয়েদেরও ইচ্ছে ছিল। সবকিছু মিলিয়ে এটা সম্ভব হয়েছে।’
নাসরিন বেবী আরো বরেন, ‘আমরা কিছু স্পন্সর পেয়েছি। আরো কিছু জোগাড়ের চেষ্টা করছি। ‘
বসুন্ধরা কিংস নারী ফুটবলের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। তারা এবার দল গড়েনি। বসুন্ধরা কিংস দল না গড়ায় সাবিনা-সানজিদাদের লিগ খেলা ছিল অনিশ্চয়তায়। শেষ মুহুর্তে নাসরিন স্পোর্টস একাডেমিতে সাবিনারা খেলছেন।
এবারের নারী লিগে ৯টি ক্লাব অংশগ্রহণ করছে। আর্মি স্পোর্টস ক্লাব খেলার কথা ছিল না। আজ শেষদিনের শেষ মুহুর্তে তারা দলবদলে অংশগ্রহণ করছে।