শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

লা লিগা

রদ্রিগোর গোলে রিয়াল মাদ্রিদের সহজ জয়
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ১ এপ্রিল, ২০২৪

লা লিগায় রোববার রাতে অ্যাথলেতিকো বিলবাওয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠের খেলায় ২-০ গোলে অ্যাথলেতিক বিলবাওকে হারিয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। উভয় গোলই করেছেন রদ্রিগো।

এমনিতেই পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে রিয়াল মাদ্রিদ। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে তাদের অবস্থান আরো পোক্ত হয়েছে। ৩০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তাদেরকে দূর থেকে অনুসরণ করে চলেছে বার্সেলোনা।

রদ্রিগো উভয়ার্ধে একটি করে গোল করেন। প্রথম গোলটি তিনি পান ম্যাচের একেবারেই শুরুতে। বিলবাওয়ের রক্ষণভাগের খেলোয়াড়রা তাকে বাধা দিতে ব্যর্থ হওয়ার সুযোগটা তিনি ভালোভাবেই কাজে লাগান। বক্সের বাইরে থেকে দারুণ এক বাঁকানো শটে বিলবাওয়ের গোলরক্ষককে পরাভূত করেন তিনি। ৭৩ মিনিটে দ্বিতীয় গোল পান এই ব্রাজিলিয়ান। জুডে বেলিংহামের সঙ্গে চমৎকার বোঝাপড়ার ফসল ছিল এটি।

দুই ম্যাচ নিষেধাজ্ঞা শেষে বেলিংহাম এ ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরেছেন। ভিনিসিয়াস জুনিয়রের স্থলাভিষিক্ত হয়ে মাঠে নামেন তিনি। ভিনিসিয়াস জুনিয়ার পাঁচ হলুদ কার্ড পাওয়ায় এ ম্যাচে নিষেধাজ্ঞায় রয়েছেন।

ম্যাচ শেষে রদ্রিগো বলেন, এটা একটা বিশেষ দিন। এই জার্সিতে গোল করা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এ জয়ে আমি দারুণ খুশি। প্রথম গোলটা যেভাবে করেছি এমন গোল আমি আরো করতে চাই। এখন মৌসুমের শেষ পর্যায় চলছে। এই পয়েন্ট আমাদের শিরোপা জয়ের সম্ভাবনা আরো জোরালো করেছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর