আইপিএলধোনীর ঝড় সত্ত্বেও চেন্নাইয়ের হার

ইতিহাস গড়া ম্যাচে জয়ের হাসি হাসতে পারলেন না মুস্তাফিজুর রহমান। রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল চেন্নাই সুপার কিংস ২০ রানে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গেছে। আগে ব্যাট হাতে নেমে দিল্লি ক্যাপিটালস ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করেছিল। জবাবে অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনীর ১৬ বলে ঝড়ো ৩৭ রানের ইনিংস সত্ত্বেও ১৭১ রানে থমকে যায় তারা।
পৃথি শ’র ৪৩ রানের পাশাপাশি ডেভিড ওয়ার্নারের ৫২, অধিনায়ক ঋশভ পন্তের ৫১ রানে দিল্লি ১৯১ রানের বিশ্বাল স্কোর গড়েছিল। দিল্লির জবাবটা সেভাবে চেন্নাইয়ের ব্যাটাররা দিতে পারেননি। মাত্র ৭ রানের মধ্যে দুুই ওপেনারকে হারিয়ে তারা খাবি খেয়েছে। এর মাঝে আজিঙ্কা রাহানে ৪৫ ও ড্যারিল মিচেল ৩৪ রানের ইনিংস খেলেছেন। যা মোটেও যথেষ্ঠ ছিল না। ফলে শেষ দিকে রাবিন্দ্র জাদেজার ১৭ বলে ২১ ও ধোনীর ১৬ বলে ৩৭ রান শুধু উত্তেজনায় ছড়িয়েছে। ম্যাচের ভাগ্য পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে পারেনি।
আগের দুই ম্যাচে বল হাতে ঝড় তুলেছিলেন মুস্তাফিজুর রহমান। এ ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেননি বাংলাদেশি এ পেসার। ৪ ওভারে তার খরচ হয়েছে ৪৭ রান। বিনিময়ে উইকেট মাত্র একটি। খরুচে বোলিং হলেও দুটি রেকর্ড গড়েছেন তিনি।
টি-২০ ক্রিকেটে তিনশ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছেছেন মুস্তাফিজুর। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে তিনি এ কীর্তি গড়েছেন। তার আগে তিনশ উইকেটের মাইলফলকে পৌঁছান সাকিব আল হাসান। তবে মুস্তাফিজুর ছিলেন সাকিবের চেয়ে দ্রুততম। সাকিব তিনশ উইকেট শিকার করেছিলেন ২৬১তম ম্যাচে। সেখানে মুস্তাফিজুর মাইলফলকে পৌঁছেছেন ২৪৩ তম ম্যাচে।
শুধু ম্যাচ সংখ্যায় নয়, কম বয়সেও এই মাইলফলকে পৌঁছানোর কীর্তি গড়েছেন মুস্তাফিজুর। ২৮ বছর বয়সে টি-২০ ক্রিকেটের ৩০০ উইকেট শিকার করেছেন এই পেসার। সাকিব যখন ৩০০তম উইকেট পেয়েছিলেন তখন তার বয়স ছিল ৩১ বছর।
টি-২০ ফরম্যাটে সাকিবের মোট উইকেট সংখ্যা ৪৮২ উইকেট। তালিকায় সাকিবের অবস্থান পাঁচ নম্বরে। শীর্ষে রয়েছেন ডোয়াইন ব্রাভো। তার শিকার সংখ্যা ৬২৫। তারপর রয়েছেন রশিদ খান (৫৬৭), সুনিল নারিন (৫৩৭), ইমরান তাহির (৫০২)।