শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

শিরোপার আরো কাছে ইন্টার মিলান

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

সিরি ‘আ’তে দারুণ এক জয়ে শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে ইন্টার মিলান। সোমবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা এম্পোলিকে ২-০ গোলে হারিয়েছে। এই জয়ের ফলে এবারের মৌসুমের শিরোপা জয়ের পথে হাত ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে ইন্টার মিলান।

লিগের ৩০ ম্যাচ শেষে ইন্টার মিলানের পয়েন্ট ৭৯। সমান ম্যাচে ১৪ পয়েন্ট দূর থেকে তাদের অনুসরণ করছে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। আর মাত্র ৮ ম্যাচ বাকি। এ অবস্থায় এসি মিলানের পক্ষে ইন্টার মিলানকে ধরা সম্ভব নয় বললেই চলে।

নিজেদের মাঠের খেলায় ম্যাচের শুরুতে ইন্টার মিলান এগিয়ে যায়। ষষ্ঠ মিনিটে ফেডেরিকো ডিমারকো গোল করেন। প্রথমার্ধের বাকি সময়ে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা এগিয়ে যায়। কোনো দল গোলের দেখা পায়নি। বিশেষ করে এ সময়ে ইন্টারের আক্রমণগুলো দারুণ দক্ষতায় রুখে দেন এম্পোলির গোলরক্ষক ইলিয়া কাপরাইল। মাঝে মাঝে এম্পোলিও আক্রমণ রচনা করেছে, সুযোগও তৈরি করেছে, তার কোনো কোনোটি ইন্টার মিলানের পোস্ট ঘেষে বাইরে চলে গেছে।

বিরতির পর নতুন উদ্দামে মাঠে নামে ইন্টার মিলান। শুরুতেই দারুণ এক সুযোগ তৈরি করেছিল নিকোলা বারেলা। এম্পোলির তিন ডিফেন্ডারকে কাটিয়ে তার নেওয়া শটটি অল্পের জন্য জালের স্পর্শ পায়নি। অবশেষে ৮১ মিনিটে বদলি খেলোয়াড় অ্যালেক্সিস সানচেজ ব্যবধান বাড়ান। ইন্টারও সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর