শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

বারবার প্রশ্নে বিরক্ত লুই এনরিকে

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

আর কত? একটা প্রশ্নের উত্তর কতবারই বা দেওয়া যায়? একবার, দুইবার, তিনবার, দশবার- না তারপরও থামার কোনো চিহ্ন নেই। এমবাপ্পে ক্লাব ছাড়ছে কিনা, তাকে মাঠ থেকে তুলে নিলেন কেন, এমবাপ্পে প্রথম একাদশে ছিল না কেন- দেখা হলেই এমন সব প্রশ্নে বিরক্ত প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) কোচ লুই এনরিকে।

বারবার একই প্রশ্নে তিনি যে বিরক্ত হচ্ছেন তা এবার আর লুকাননি। সরাসরি ‘বোরিং’ বলে উল্লেখ করেছেন।

গত রোববার লিগ ওয়ানে পিএসজি মুখোমুখি হয়েছিল মার্শেইয়ের। ম্যাচের প্রায় ৫০ মিনিট পিএসজিকে খেলতে হয়েছিল ১০ জন নিয়ে। তারপরও ম্যাচে পিএসজি ২-০ গোলে জয় পায়। এ ম্যাচের ৬৫ মিনিটে এমবাপ্পেকে তুলে নিয়েছিলেন কোচ এনরিকে। তার পরিবর্তে মাঠে নামিয়েছিলেন গনকালো রামোসকে। এ ম্যাচে অবশ্য এমবাপ্পে কোনো গোল পাননি।

ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই এমবাপ্পের বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে কোচ এনরিকেকে। চমৎকার জয় সত্ত্বেও এ প্রশ্ন শুনে মেজাজ হারান এনরিকে। তিনি বলেন, প্রত্যেক সপ্তাহে একই গান খুবই বিরক্তকর। আমি দলের কোচ। আমি প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ অনুসারে সিদ্ধান্ত নিয়ে থাকি। প্যারিসে যতদিন আছি আমি এইভাবে দল পরিচালনা করবো। আমি সবসময় আমার দলের জন্য সেরা সমাধানটা বের করার চেষ্টা করে থাকি। হয়তো বা আমার ভুল হয় তবে আমি নিজের সিদ্ধান্তকে সঠিক মনে করে থাকি।

উল্লেখ্য, যখন কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়া পরিকল্পনার কথা জানিয়েছেন, তখন থেকে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই দল পরিচালনার চেষ্টা করে যাচ্ছেন এনরিকে। কোনো ম্যাচে এমবাপ্পেকে বেঞ্চে বসে থাকতে হচ্ছে, নামতে হচ্ছে বদলি খেলোয়াড় হিসেবে। আবার কোনো ম্যাচে শুরুর একাদশে থাকলেও আগেভাগে মাঠ ছাড়তে হচ্ছে তাকে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর