হঠাৎ মুস্তাফিজুর ঢাকায়
বাজে ফর্ম সঙ্গী করে আইপিএলে খেলতে দেশ ছেড়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু চেন্নাইয়ের হয়ে দারুণ খেলে চলেছেন। পারফরম্যান্স দিয়ে নিয়মিত একাদশে জায়গা করে নিয়েছেন। এখনও পর্যন্ত পার্পল ক্যাপটা নিজের অধিকারে রেখেছেন। সেই মুস্তাফিজুর হঠাৎ করেই ঢাকায়।
তার এমন হঠাৎ ঢাকায় ফেরাটা সবার কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দেয়। কি এমন ঘটলো যে মুস্তাফিজুরকে ঢাকায় চলে আসতে হলো। পরে জানা গেল জরুরি কাজে তিনি ঢাকায় এসেছেন। কাজ শেষে তিনি আবার উড়াল দেবেন।
মূলত আসন্ন টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্নের জন্য মুস্তাফিজুর ঢাকায় এসেছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজও এবারের বিশ্বকাপের আয়োজক। বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা সদস্যদের বায়োমেট্রিক হবে। সেখানে উপস্থিত থাকতেই মুস্তাফিজুরের ঢাকায় আগমণ।
আগামি ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংস নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে। ওই ম্যাচে মুস্তাফিজুরকে চায় তার দল। তবে মুস্তাফিজুর সে ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ থাকছে।







