ট্রেনিংয়ের জন্য জ্যোতিদের অস্ট্রেলিয়ায় পাঠাতে চান প্রধানমন্ত্রী

সফররত অস্ট্রেলিয়া ও বাংলাদেশের নারী ক্রিকেট দল বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় ক্রিকেটারদের পাশাপাশি বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ও বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময়ে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ট্রেনিংয়ের জন্য অস্ট্রেলিয়াতে পাঠানোর কথা বলেছেন বলে জানিয়েছেন শফিউল আলম নাদেল। তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্রিকেটারদের উৎসাহিত করেছেন। আর হেসে হেসে বলেছেন তোমাদের অস্ট্রেলিয়ায় পাঠাব, ওখানে গিয়ে ট্রেনিং করবা।’
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ভালো হয়নি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে স্বাগতিক দল। নিগার সুলতানা জ্যোতিরা এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজও হারিয়েছে। টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়া ২-০তে এগিয়ে রয়েছে।