শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

ফেডারেশন কাপের ফাইনাল ময়মনসিংহে

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

লটারির মাধ্যমে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের ভেনু্য নির্ধারণ করা হয়েছিল। লটারি অনুসারে আগামী ২১ মে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই সঙ্গে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের নির্ধারিত ভেনু্য ছিল এটি।তবে এখন আর গোপালগঞ্জে ফাইনাল হচ্ছে না। ফুটবল খেলা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার উদ্দেশে ফাইনালসহ কয়েকটি ম্যাচের ভেনু্য পরিবর্তন করা হয়েছে।

নতুন সূচী অনুসারে প্রথম সেমিফাইনালের ভেনু্য নির্ধারিত হয়েছে মুন্সিগঞ্জ। দ্বিতীয় সেমিফাইনালের ভেনু্য গোপালগঞ্জ। আর ফাইনাল হবে ময়মনসিংহে। কোয়ার্টার ফাইনালের সিডিউল অপরিবর্তিত রয়েছে।

বুধবারের সভায় প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ও চ্যাম্পিয়নশিপ লিগের ট্রফি ও মেডেলের ডিজাইন পরিবর্তন, এপ্রিলের তৃতীয় সপ্তাহে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৮ লিগের দলবদল এবং চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৬ লিগের দলবদল মে মাসের প্রথম সপ্তাহে আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেডারেশন কাপ শেষ হবে ২১ মে। ২৯ মে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ। মৌসুম শেষ হওয়ার একদিন বিরতি দিয়ে ১ জুন শুরু হবে পরবর্তী মৌসুমের দলবদল।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর