শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

অনুশীলনে ফিরেছেন মোহামেডানের হকি খেলোয়াড়রা

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বকেয়া পারিশ্রমিকের দাবিতে বিদ্রোহ করে গতকাল বুধবার সন্ধ্যায় ক্লাব ছেড়ে চলে গিয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হকি খেলোয়াড়রা। আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খেলোয়াড়দের এমন আচরণে ক্ষুদ্ধ ক্লাব কর্মকর্তারা। তবে সমস্যার দ্রুত সমাধান করেছেন তারা।

খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে তাদের পাওনা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তারই ধারবাহিকতায় অনুশীলনে ফিরেছেন খেলোয়াড়রা।

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক ও হকি কমিটির চেয়ারম্যান মনজুর আলম বলেছেন, স্থানীয় দুই একজন ছাড়া বাকিদের বেশির ভাগে পাওনা পরিশোধ। তারপরও এভাবে ক্যাম্প ছেড়ে যাওয়াটা দুঃখজনক। ক্লাবের জন্য বদনামেরও। তারপরও যা হওয়ার হয়েছে। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। সব কিছুর সমাধান হয়েছে।

খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদের পারিশ্রমিকও বাকি। বিদেশি খেলোয়াড়রা এর বাইরে নয়। মনজুর আলম বলেন, আমরা সবার বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন আর কোনো সমস্যা নেই।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর