শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

হকির মোহাম্মদ ইউসুফ আর নেই

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ আর নেই। আজ চট্টগ্রামের এভারকেযার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দুইদিন আগে স্ট্রোক করেছিলেন মোহাম্মদ ইউসুফ। আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। আজ বাদ আসর মরহুমের জানাজ চট্টগ্রাম মেহেদীবাগ সিডিএ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মৃতু্যকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মোহাম্মদ ইউসুফের মৃতু্যতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, হকি ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে। আজ হকি লিগের দুই ম্যাচ শুরুর আগে তার জন্য এক মিনিট নীরবতা পালন করা হবে। তার প্রতি শ্রদ্ধা জানাতে হকি ফেডারেশনের পতাকা অর্ধনমিত করা হয়েছে।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে তিনি অনেক দিন জড়িত। চট্টগাম মোহামেডান বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতো। সেই সময় তিনি দলের কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য ও যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর