বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:২১ অপরাহ্ন

প্রিমিয়ার ডিভিশন হকি

আবাহনীকে হারিয়ে লিগ জমিয়ে তুলল মেরিনার্স
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

গ্রীন ডেল্টা ইন্সুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে লিগ জমিয়ে তুলেছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উড়তে থাকা আবাহনীকে মাটিয়ে নামিয়ে আনে মেরিনার্স। এই ম্যাচের মধ্য দিয়ে লিগে প্রথম হারের স্বাদ পেল আবাহনী। আর মেরিনার্স জেতায় লিগ জমজমাট হয়ে উঠলো।

আবাহনী- মেরিনার্স ম্যাচের মধ্য দিয়ে লিগের প্রথম পর্বের সমাপ্তি ঘটল। ১০ ম্যাচ শেষে ৮ জয়, ১ ড্র ও ১ হারে আবাহনীর সংগ্রহ ২৫ পয়েন্ট। টেবিলের দুই নম্বরে অবস্থান দলটির। সমান সংখ্যক ম্যাচে ৭ জয় ২ হার ও ১ ড্র‍য়ে মেরিনার্সের সংগ্রহ ২২ পয়েন্ট। টেবিলের চার নম্বরে অবস্থান দলটির।

আবাহনী-মেরিনার্স ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। ২০ মিনিটে মাঈনুল ইসলাম কৌশিকের ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স (১-০)। পরের মিনিটে সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে ব্যবধান দ্বিগুণ করে মেরিনার্স (২-০)। তৃতীয় কোয়ার্টারে সমানতালে লড়েও গোল আদায় কর‍তে পারিনি কোন দল। এই কোয়ার্টারে আবাহনী পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেননি। ৪৯ মিনিটে পুস্কর খীসা মিমোর গোলে ব্যবধান কমিয়ে আনে আবাহনী।

১০ খেলায় ৮ জয় এবং ২ ড্র‍য়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল মোহামেডান। ১০ খেলায় ৮ জয় ১ ড্র এবং ১ হারে ঊষার সংগ্রহ আবাহনীর সমান ২৫ পয়েন্ট। তবে গোল গড়ে আবাহনীর চেয়ে পিছিয়ে থাকায় ৩ নম্বরে অবস্থান ঊষার। সুপার সিক্স এর বাকি দুই দল বাংলাদেশ পুলিশ এসসি এবং অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর